মেহেরপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের গরিব, দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা ও উন্নত চিকিৎসা দেয়া হয়েছে। দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় গতকাল বুধবার এ চিকিৎসাসেবা দেয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল। উপস্থিত ছিলেন- পৌর মেয়র মোতাছিম বিল্লা মতু, সংস্থার নির্বাহী পরিচালক ডা. আবু জাফর, পরিষদের সভাপতি মোজাম্মেল হোসেন, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ প্রমুখ। বাছাইকৃত ৫০ জন রোগীকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে উন্নত চিকিৎসা দেয়া হবে।