রামনগরের তরুণ আটক : পুলিশের অস্বীকার : দুশ্চিন্তায় তরুণের পরিবার

 

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার রামনগর গ্রামের জিনারুল ওরফে তরুণকে (৩৮) খুঁজে পাওয়া যাচ্ছে না। এক সময়ের লাল্টু বাহিনীর সদস্য তরুণ বছর চারেক আগে আজতমুক্ত হয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলো বলে তার পিতা ইসলাম উদ্দিন বিশ্বাস দাবি করেন। গত সোমবার সকালে পয়লা বোশেখের দিন সকালে মাংস কাটার সময় স্থানীয় সেন্টারমোড় থেকে পুলিশ ও ডিবি পুলিশ তাকে আটক করে। কিন্তু পুলিশ এ কথা অস্বীকার করায় তরুণের পরিবারে পুলিশের ওপর অবিশ্বাস তৈরি হয়েছে। তারা মনে করে পুলিশ গোপন কোনো স্থানে তাকে আটকে রেখেছে। তাকে ক্রসফায়ার দিতে পারে পুলিশ।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনগর গ্রামের ইসলাম উদ্দিন বিশ্বাসের ছেলে জিনারুল ইসলাম ৯০ দশকে লাল্টু বাহিনীতে যোগদানের পর তরুণ নামে পরিচিত হয়ে ওঠেন। এরপর ১৯৯৯ সালে লাল্টু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করলে তিনিও আত্মসমর্পণ করেন। দীর্ঘদিন হাজতবাসের পর বছর চারেক আগে হাজতমুক্ত হয়ে বাড়িতে ফেরেন। এরই মধ্যে গত সোমবার সকাল থেকে তার হদিস মিলছে না। রামনগর সেন্টারমোড় থেকে কলাবাড়ি ক্যাম্প পুলিশের সহযোগিতায় ডিবি পুলিশ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করে বলে জানান তার বাবা ইসলাম উদ্দিন। তবে পরবর্তীতে পুলিশ বিষয়টি অস্বীকার করতে থাকে। এ থেকেই তরুণের পরিবারে দুশ্চিন্তা বেড়ে যায়। তবে ঘটনার দিন সন্ধ্যায় তরুণকে আটকের কথা কলাবাড়ি ক্যাম্প পুলিশ স্বীকার করে বলে তরুণের পিতা মাথাভাঙ্গাকে জানান। এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই খালিদ জানান, তরুণ নামের কাউকে আটক করা হয়নি।