ফুটবল দল কিনলেন শচীন ও গাঙ্গুলী

মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় দু ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী। এরই মধ্যে নিজেদের কৃতিত্বের ঝলক দেখিয়ে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তারা। এবার তারা শুধু ক্রিকেট নয়, ভারতীয় ফুটবলে নিজেদের যুক্ত করলেন। ফুটবলের নতুন আসর ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) দল কিনলেন শচীন-গাঙ্গুলী। ভারতীয় এ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে সেপ্টেম্বর-নভেম্বরে। গতকাল মঙ্গলবার লিগের নির্দিষ্ট আটটি দলের মালিকানার জন্য অনুষ্ঠিত হয় নিলাম। এতে ভারতের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে লড়াইয়ে নামেন শচীন-গাঙ্গুলী এবং বলিউড অভিনেতা সালমান খান, রণবীর কাপুর, জন আব্রাহামরা। নিলামে কোচি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছেন লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার। এতে শচীনের সাথে দলের মালিকানা থাকছে ভারতীয় প্রতিষ্ঠান পিভিপি ভেনচার-এর। আর সাবেক বাঁ-হাতি ব্যাটসম্যান গাঙ্গুলী পেয়েছেন কোলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিকানা। তার সাথে মালিকানা রয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভারতীয় চার ব্যবসায়ীর। বলিউড তারকাদের মধ্যে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছেন অভিনেতা রণবীর কাপুর ও বিমল পারখ। আর সালমান খান পুনের মালিকানা পেয়েছেন। তার সাথে যৌথভাবে রয়েছেন কপিল ওয়াদাওয়ান গ্রুপের কপিল ওয়াদাওয়ান ও দিরাজ ওয়াদাওয়ান। আর গৌহাটির মালিকানা পেয়েছেন জন আব্রাহাম ও শিলং লাজং। নিলাম শেষে শচীন টেন্ডুলকার বলেন, আমি যতোটা সম্ভব ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখতে চাই। তরুণ খেলোয়াড়দের জন্য আইএসএল দারুণ জায়গা। ভালো খেলোয়াড় বের করে আনতে এটা চমৎকার প্লাটফর্ম হতে পারে। কোচির সাথে থেকে ভারতে ফুটবলের উন্নতির ক্ষেত্রে ভূমিকা রাখতে চাই। ভারতীয় প্রিমিয়ার ক্রিকেট লিগের আদলে গড়া এসএলসি টুর্নামেন্টে থাকছে বিদেশি তারকা খেলোয়াড়। এ টুর্নামেন্টে খেলার তালিকায় রয়েছেন সাবেক ফরাসি খেলোয়াড় রবার্ট পিরেস, থিয়েরি অঁরি, আর্জেন্টিনার হারনান ক্রেসপো, সুইডেন ও আর্সেনালের সাবেক খেলোয়াড় ফ্রেডি লিউইনবার্গরা।