চার বন্ধুকে সাগরে রেখে ফিরতে হলো

 

স্টাফ রিপোর্টার: সেন্ট মার্টিন সমুদ্রসৈকতে গোসলে নেমে নিহত হয়েছেন দু সহপাঠী বন্ধু। নিখোঁজ আছেন চার সহপাঠী। এ অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ২৪ জন শিক্ষার্থী সেন্ট মার্টিন ছেড়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন। এর আগে গত সোমবার একই সাথে গোসলে নামলে পানিতে ডুবে মারা যান মানফেজুল ইসলাম ইভান (২৩) ও সাদ্দাম হোসেন অঙ্কুর (২৩)। সরেজমিনে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাটে গিয়ে দেখা যায়, ওই ২৪ জন দল বেঁধে আছেন। তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ সময় কথা হয় নিখোঁজ ছাত্রদের সহপাঠী মইনুল হাসান ওরফে শুভ্র, মো. রাফিউরজ্জামান, রেজাউল ইসলাম ও মো. আরমানের সাথে। তারা জানান, তারা ৩৪ জন গত রোববার ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম যান। সেখান থেকে গতকাল মঙ্গলবার সকালে বাসে করে টেকনাফ পৌঁছে এলসিটি কুতুবদিয়া জাহাজে চড়ে সেন্ট মার্টিনে রওয়ানা হন। দুপুর ১২টার দিকে তারা দ্বীপে পৌঁছান। তারা সেখানে আবাসিক হোটেল সেন্ট সৌর রিসোর্টে অবস্থান করছিলেন। বেলা ২টার দিকে শিক্ষার্থীরা দ্বীপের জেটি ঘাটের উত্তর-পূর্ব পাশে প্রিন্স হ্যাভেন পয়েন্ট দিয়ে গোসলে নামেন। এরপর ঘটে যায় ভয়াবহ এ দুর্ঘটনাটি। স্রোতের টানে ভেঁসে যাচ্ছেন তারা কয়েকজন। তার মধ্যে অনেকেই নিজেকে কূলে ফিরিয়ে আনার চেষ্টাও চালিয়েছেন ব্যাপক।