টিপ্পনী

খবর: (ভিমরুল্লায় ডিবি সেজে ফেনসিডিল উদ্ধার ও উৎকোচ আদায়)

হঠাত গেলো ডিবি;
পড়লো ধরা ফেন্সিসিহ
কার যেন কার বিবি।

ডিবি পুলিশ ভুয়া;
ভয় দেখিয়ে পয়সা নিয়ে
খায় কিনে পান্তুয়া।

সেদিনও চায় টাকা;
পকেট কেটে পকেট ছিঁড়ে
করলো তবিল ফাঁকা।

পড়লো ধরা শেষে;
ডিবি ডিবি ভুয়া ডিবি
টাটকা গেলো ফেঁসে।

আহাদ আলী মোল্লা