ফুল ছেঁড়ায় আছাড় : প্রাণ গেলো ফুলের মতো শিশুর

স্টাফ রিপোর্টার: ফুলের মতো ফুটফুটে শিশু শান্ত মোল্লা। বয়স সাত বছর। তুলতুলে হাতে স্কুলের বাগানের একটা ফুল ছিঁড়েছিলো সে। এ অপরাধে এক দায়িত্বশীল প্রতিবেশী তাকে সাজা দিলেন। শূন্যে তুলে আছাড় মারলেন। শান্তর পা ভাঙলো। গ্রাম্য চিকিত্সকের অপচিকিত্সায় সেই পায়ে পচন ধরলো। গতকাল শনিবার সে ফুলের মতো চিরতরে ঝরে গেলো। চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শান্ত মোল্লার বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকায়। বাবার নাম আবদুস শুক্কুর মোল্লা। সে স্থানীয় ৭১ নম্বর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। শান্তর মা শিমু বেগম জানান, ১ এপ্রিল সকালে বিদ্যালয়ে যায় শান্ত। বিদ্যালয়ের মাঠের ফুলবাগান থেকে সে একটি ফুল ছেঁড়ে। ফুল ছিঁড়তে দেখে সেখানে পাশের বাড়ির শাহ আলম গাজী শান্তকে আছাড় দেন। এতে শান্তর পা ভেঙে যায়। তার বড় ভাই সুজন মোল্লা সেখানে গেলে শাহ আলম সেখান থেকে সরে যান। শান্তর মা বলেন, এ ঘটনার পরদিন থেকেই শাহ আলম গাজী পলাতক।

Leave a comment