ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিহত ১২

মাথাভাঙ্গা মনিটর: ভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম পর্যায়ের ভোটগ্রহণের মধ্যে ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের হামলায় পুলিশ ও নির্বাচন কর্মকর্তাসহ ১২ জন নিহত হয়েছেন। গতকার শনিবার দুপুরের দিকে পৃথক দুটি বোমা হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেসের (সিআরপি পুলিশ) পাঁচ সদস্য ও ছয় নির্বাচনী কর্মকর্তা নিহত হয়েছেন। তবে হামলায় উভয় বাহিনীর ১০ সদস্য, এক চালক ও তার সহকারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবারের ভোটগ্রহণের পর সরঞ্জাম নিয়ে রাজ্যের বিজাপুর জেলা থেকে বিশেষ বাসে ফিরছিলেন ১২ কর্মকর্তা। মাওবাদীরা বাসটিকে লক্ষ্য করে স্থলমাইনের বিস্ফোরণ ঘটালে ছয় কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হন। আহত হন অপর ছয়জন। ওই হামলায় কমিশনের পাঁচজন এবং বাসচালক ও তার সহকারী নিহত হয়েছেন। এর কিছুক্ষণ পর রাজ্যের বাস্তার জেলায় দ্বিতীয় হামলাটি হয় সিআরপি পুলিশের ওপর। তাদের বহনকারী অ্যাম্বুলেন্স লক্ষ্য করে স্থলমাইনের বিস্ফোরণ ঘটানো হলে ঘটনাস্থলে সিআরপি পুলিশের পাঁচ সদস্য নিহত হন। গত বৃহস্পতিবার লোকসভার বাস্তার আসনে ভোটগ্রহণের সময় মাওবাদীদের সাথে সিআরপি পুলিশের বন্দুকযুদ্ধ হয়। ওই ঘটনায়ও দু পুলিশ আহত হয়েছিলেন।