টিপ্পনী

 

খবর:(বোশেখের আগুনে জ্বলছে ইলিশ)

 

ইলিশ খুবই স্বাদের জিনিস

গল্প করে বলিস,

পকেট ফাঁকা হলে কেন

রাগের জ্বালায় জ্বলিস।

 

আমলা খাবে নেতা খাবে

পারলে তোরা দেখিস,

হাজার টাকার পেটি খেয়ে

কলম খাতায় লেখিস।

 

দাদারা খায় পেটিওয়ালা

বাংলাদেশের ইলিশ,

জাটকা জিনিস হাটবাজারে

আস্তে করে গিলিস।

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment