আলমডাঙ্গার ঘোষবিলায় রহস্যজনক মৃত্যু : স্কুলছাত্রের লাশ পুলিশ কর্তৃক উদ্ধার

রহস্যের জটাজ্বল উম্মোচনে ময়নাতদন্ত শেষে পারিবাবিক কবরস্থানে দাফন

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা ঘোষবিলার স্কুলছাত্র আকরামের রহস্যজনক মৃত্যুর পর গতকাল শনিবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। পরশু রাত ৯টার দিকে বাড়ির আধা কিলোমিটার দূরে কুমার নদের চরে একটি পানবরজে তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারের স্বজনেরা উদ্ধার করে নিয়ে আসে বাড়িতে।

কান্নাকাটি আহাজারি শুরু করলে ছুটে আসে গ্রামবাসীসহ আশপাশের এলাকার উৎসুক নারী-পুরুষ। সবার একই জিজ্ঞাসা আকরাম মরলো কী করে? পরিবার বলতে থাকে- সে বিষপানে আত্মহত্যা করেছে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে এলাকাবাসী সন্দেহ করতে থাকে এটি হত্যাকাণ্ড কি-না। গতকাল এ প্রসঙ্গে দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয় একটি প্রতিবেদন। মৃত্যু রহস্য উন্মোচনের জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে পাঠানো হয়।

জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র আকরাম (১৫) গত শুক্রবার সকালে একটি ব্যাগ ও পকেটে ১শ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। সারাদিন কোথাও তার খোঁজ করা হয়নি। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে কুমার নদের চরে তাদের একটি পানবরজ থেকে লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। নিহত আকরামের বাঁ চোখের মনি ক্ষতবিক্ষত- রক্তাক্ত এবং ডানচোখের ওপরের পাতার নিচে ক্ষত দেখে সন্দেহের সৃষ্টি হয়। তাছাড়া পুলিশকে না জানিয়ে পরিবারের লোকজন লাশ উদ্ধার করায় আইনি জটিলতার সুষ্টি হয়। স্কুলছাত্রের এ মৃত্যু রহস্য উদ্ধারে আলমডাঙ্গা থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম ও এসআই জিয়াউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল ঘটনাস্থলে এসে পৌছান। পরে তার লাশ উদ্ধারপূর্বক চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে আকরামের লাশ দাফন সম্পন্ন করা হয় বলে গ্রামবাসীসূত্রে জানা গেছে।

Leave a comment