গাংনীর তেরাইল গ্রামে আরো একটি বাড়িতে অগ্নিকাণ্ড


গাংনী প্রতিনিধি: এক দিনের ব্যবধানে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের আরো একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে বাগানপাড়ার রেজাউল ইসলামের তামাকঘরের আগুন থেকে নিজের বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়সূত্রে জানা গেছে, ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে রেজাউল ইসলামের বসতবাড়িতে তামাকঘরে তামাক শেঁকার কাজ চলছিলো। এক পর্যায়ে তামাক ঘর আগুনে পড়ে বসতবাড়িতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেহেরপুর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা আগুন নেভাতে সক্ষম হয়। তামাকঘর ও বসতবাড়ির জিনিসপত্র পুড়ে যাওয়ায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। বৃহস্পতিবার একই গ্রামের কৃষক গ্রামের নবীছ উদ্দীনের রান্নাঘরের চুলার আগুন থেকে বসতবাড়িতে আগুন লাগে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।