আলমডাঙ্গার উদয়পুরে ধর্ষণ ও হত্যামামলার আসামির বাড়ির সামনে থেকে বোমাসদৃশ্য বস্তু ও চিঠি উদ্ধার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার উদয়পুরের দরিদ্র প্রতিবন্ধীর ধর্ষক ও তার ঔরসজাতককে কেড়ে নিয়ে হত্যা করার অভিযোগে অভিযুক্ত মনির বিশ্বাসের বাড়ির সামনে থেকে পুলিশ বোমাসদৃশ বস্তু ও একটি চিঠি উদ্ধার করেছে। চিঠিতে মনিরকে প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে ২ লাখ, একই গ্রামের ছুরাপ, ইসমাইলকে এতিমখানার মেয়েদের ধর্ষণের দায়ে ১ লাখ করে ও আজিজুলকে ডুবে ডুবে পানি খাওয়ার অভিযোগে ৩০ হাজার টাকা চাঁদাদাবি করা হয়েছে। তবে গ্রামবাসীর অনেকের অভিযোগ- মনির বিশ্বাস মামলা থেকে বাঁচতে অপহরণ নাটকের পর এবার বোমা-চাঁদাবাজির নাটক সাজিয়েছে।

জানা গেছে, উপজেলার উদয়পুর গ্রামের মৃত সিতাব বিশ্বাসের ছেলে দরিদ্র প্রতিবন্ধীর ধর্ষক ও তার ঔরসজাতককে কেড়ে নিয়ে হত্যা করার অভিযোগে অভিযুক্ত মনির বিশ্বাসের বাড়ির গেটের সামনে একটি বোমা সাদৃশ বস্তু ও ১টি চিঠি পড়ে থাকতে দেখে গতকাল সকালে বাড়ির লোকজন পুলিশকে জানায়। সকাল ৮টার দিকে আলমডাঙ্গা থানার এসআই অচিন্ত্য ঘটনাস্থলে পৌঁছে লাল টেপ মোড়ানো বোমা সাদৃশ বস্তু ও চিঠি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পূর্ববাংলা কমিউনিস্ট এমএলএর বিভাগীয় নেতা শামীম শিকদার স্বাক্ষরিত ওই চিঠিতে লেখা হয়েছে ‘মনি পাঠা শোন, তোর ২ লাখ টাকা জরিমানা করা হইলো। শোভারনকে ধর্ষণ করার কারণে আগামী ৭ দিনের মধ্যে টাকা দিবি। না হলে তোর … ইট বেঁধে গুলি করবো। ছুরাপ পাঠা তুই এতিমখানার মেয়েদের ডাক্তার দেখানোর নাম করে কুষ্টিয়ায় নিয়ে তানিয়াসহ বহু এতিম মেয়েদের সর্বনাশ করেছিস। তোর ১ লাখ টাকা জরিমানা করা হলো। তুই ৭ দিনের মধ্যে দিয়ে দিস। তোর ছেলে দারগা তাই তুই মনে করিসনে তোর ছাড় হবে। তুই এতিমখানা সেরে যা। না হলে তোর ছেলে তোকে বাঁচাতে পারবে না। তোরা মানুষ নামের জানোয়ার। ছুরাপ ইসমাইল তোদের ছেলে দুটি ভালো। তারা এতিমখানা চালালে আমার আপত্তি নেই। আজিজুল তুই ডুবি ডুবি পানি খাস। ভালো হইয়া যা। তোর ৩০ হাজার টাকা জরিমানা করা হলো। ৭ দিনের মধ্যে দিবি না হলে মরণ আছে।

প্রশাসনের ভাইদের আমি বলতে চাইছি- আপনারা এদের সবার খোঁজ নিন। এরা সবাই সমাজের প্রভাবশালী লোক। এদের সবার আত্মীয় বড় অফিসার, এমপি ও প্রভাবশালী লোক হয়ায় এরা এতিম, গরিব আসহায় মানুষদের দিনের পর দিন নির্যাতন করে আসলেও এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। আপনারা এদের মুখোশ খুলে দিন এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করান। তা না হলে জনগণের রায় নিয়ে এদের বিচার শুরু হবে। দয়া করে চিঠি সবার সামনে পড়বেন। প্রচারে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএলএর বিভাগীয় সম্পাদক বিপ্লব শিকদার। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন।

এদিকে গ্রামের অনেকে জানিয়েছে, কুকুরের মুখ থেকে নবজাতকের লাশের শরীরের অংশ বিশেষ উদ্ধারের পর মনি বিশ্বাসের পরিবার মিথ্যা নাটকের অবতারণা করে। ওই ঘটনার পর থেকে মনি গা ঢাকা দিলে পরিবারের পক্ষ থেকে প্রচার করা হয় তাকে অপহরণ করা হয়েছে। তাদের এ নাটক অবশ্য সে সময়ে হালে পানি পায়নি বলে জানিয়েছে গ্রামবাসী। অধিকাংশ গ্রামবাসী প্রভাবশালী ধর্ষক নিষ্পাপ নবজাতকের নৃশংস ঘাতক ও তার সহযোগী মানুষরুপি পশুদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তোলে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় শোভারনের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। গতকাল শুক্রবার সকালে মনিরের বাড়ির গেটের সামনে থেকে উদ্ধারকৃত বোমাসাদৃশ বস্তু ও চিঠির বিষয়টি মামলা থেকে বাঁচতে মনিরের সাজানো আরেকটি নাটক বলে মন্তব্য করেছেন গ্রামবাসীরা।

Leave a comment