ঝিনাইদহে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

শ্রমিক সংগঠনের সভাপতি সেক্রেটারিকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার দাবি

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতারে দাবিতে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ঝিনাইদহ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল এক বৈঠক থেকে আনুষ্ঠানিকভাবে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। তারা জানান, বৃহস্পতিবার (আজ) ভোর ৬টা থেকে ঝিনাইদহে কোনো পরিবহন চলতে দেবে না সংগঠনটি। গতকাল বুধবার সন্ধ্যায় জরুরি সভা ডেকে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক পরিবহন ধর্মঘট ঘোষণা করা হয়। ধর্মঘট আহ্বানকারীরা জেলার সকল রুটে দূরপাল্লারসহ সকল সড়ক পরিবহন বন্ধ রাখার আহ্বান জানান।

ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল গাফফার

গাফফারের বিরুদ্ধে তারা যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ আনেন। তাই তাদেরকে সন্ত্রাসী ও চাঁদাবাজ আখ্যা দিয়ে তাদেরকে গ্রেফতারের দাবিতে মালিক সমিতি ও শ্রমিক সংগঠনটি এ ধর্মঘটের ডাক দেয়।