মেহেরপুরে মুজিবনগর দিবসের প্রস্তুতি পর্যালোচনাসভা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রস্তুতি পর্যালোচনা উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মেহেরপুরে প্রস্তুতি উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম সেলিনা আক্তার বানু, জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, সহকারী পুলিশ আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা রাহাত হাসনাত, গাংনী পৌর মেয়র আহম্মদ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) মতিয়ার রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, সাংগাঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, তথ্য ও গবেষণা সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক ডাক্তার হাশেম আলী, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপক প্রমুখ।  আগামী ১৭ এপ্রিল উদযাপনের বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।