চুয়াডাঙ্গার শ্রীকোল গ্রামের বহু অপকর্মের হোতা প্রতারক শিপনের কাণ্ড


পিটিআই মোড়ে মটরসাইকেল কিনতে এসে গাড়ি নিয়ে লাপাত্তা

সদরুল নিপুল: গাড়ির ক্রেতা মটরসাইকেল কেনার কথা বললে বিক্রেতা বলে ৬০ হাজার টাকা হলে বিক্রি করব। ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির একপর্যায়ে টিভিএস মেট্রো মোটরসাইকেলটি ৫০ হাজার টাকায় চূড়ান্ত হয়। এরপর গাড়ির কন্ডিশন পরিক্ষা করে দেখার জন্য ক্রেতা বললেন, চাবিটা দেন একটু চালিয়ে দেখি। মোটরসাইকেলটি ঠিকঠাক কেমন আছে তা দেখার নাম করে অভিনব কৌশলে প্রতারক ক্রেতা মোটরসাইকেলটি নিয়ে লাপাত্তা হয়ে যায়। সকাল ১১টার দিকে গাড়ি নিয়ে যাওয়ার পর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও প্রতারক ক্রেতার কোনো সন্ধান মেলেনি। এ ব্যাপারে মোটরসাইকেল মালিক চুয়াডাঙ্গা সদর থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা সদরের নীলমণিগঞ্জ পিটিআই মোড়ে। প্রতারক ক্রেতার সস্পর্কে ঘটনার পর মোটরসাইকেল মালিক জানতে পারে প্রতারকের বিরুদ্ধে তার এলাকাই চুরি-ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালমারী গ্রামের মৃত নাজিম উদ্দিনের মেজ ছেলে পিটিআই মোড়ের তাজ ট্রেডার্সের স্বত্বাধিকারী তাজ উদ্দিন ওরফে তাজ (৪২) তার নিজের ব্যবহৃত টিভিএস মেট্রো ১২৫ সিসি মোটরসাইকেলটি বিক্রি করবে বলে বিভিন্ন ব্যক্তিকে জানান। চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের শ্রীকোল গ্রামের খালপাড়ার মনজের মণ্ডলের ছেলে প্রতারক শিপন (৩০) তাজের দোকানে এসে তার মোটরসাইকেলটি দেখার পর তাজ জানান আমার গাড়িটি ৬০ হাজার টাকায় বিক্রি করবো। উভয়ের মধ্যে দর কষাকষির পর ৫০ হাজার টাকায় গাড়ির মূল্য নির্ধারণ হয়। তাজের কাছে গাড়ির চাবি নিয়ে প্রতারক শিপন বলে মোটরসাইকেলটি একটু চালিয়ে দেখে আসি। মোটরসাইকেল চালিয়ে দেখার নাম করে প্রতারক শিপন অভিনব কৌশলে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে আলমডাঙ্গার দিকে লাপাত্তা হয়ে যায়। ভুক্তভোগী মোটরসাইকেল মালিক তাজ প্রতারক শিপনের বাড়ি শ্রীকোল গ্রামে গিয়ে জানতে পারে সে চুরি ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। শ্রীকোল গ্রামবাসী জানায়, বহু অপকর্মের হোতা প্রতারক শিপন বেশ কিছু দিন আগে জেল থেকে বের হয়েছে। এ ব্যাপারে তাজ গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানায় শিপনের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করেছেন।