আলডাঙ্গার পাঁচকলাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ : জখম সাত

মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামে বিক্রি হয়ে যাওয়া জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে উভয়পক্ষের সাতজন জখম হয়েছে। সংঘর্ষে আটজনের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরলেও বাকি সাতজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকার উভয়ের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, পাঁচকমলাপুর গ্রামের উত্তরপাড়ার মৃত রহিম বক্সের ছেলে আব্দুল বারি ওরফে বারেক বছর খানের আগে একই  গ্রামের দাউদ আলীর শরিকানার জমির অংশের মালিক তার বোন আয়েশা বেগমের কাছ থেকে তিন বিঘা জমি কেনেন। দাউদ আলীর বোন আয়েশা বেগমের শরিকের তিন বিঘা জমি বারেকের নিকট বিক্রি করায় দাউদ আলীর ছেলে আসলাম, আসাবুল, বকুল চরম আকারে ক্ষিপ্ত হয়। দাউদ আলীর ছেলেদের অভিযোগ, বারেক ছলচাতুরি করে ফুঁসলিয়ে আয়েশা বেগমের কাছ থেকে তিন বিঘা জমি নিয়েছে। গ্রামের পূর্বপাড়ার মাঠের তিন বিঘা জমি বিক্রি করার পর দাউদ আলী পরিবারের সাথে বারেকের পরিবারের বিরোধ চলে আসছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বারেক পক্ষের লোকজন জমির ওপর দখল পতাকা লাগিয়ে আসে। এরপর ওই পতাকা দাউদ আলীর ছেলেরা তুলে ফেলে দেয়। দুপুরে আবারও বারেক লোকজন নিয়ে জমিতে পাট রোপণ করতে যায়। পাট রোপণ করার খবর শুনে দাউদ আলীর ছেলেরা লাঠিসোটা নিয়ে জমির দিকে ছুটে যায়। শুরু হয় উভয়ের ভিতর তুমুল কথা কাটাকটি। এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দাউদ আলীর তিন ছেলে আসলাম, আসাবুল, বকুল এবং বারেক ও বারেকের বড় ভাই সাবান আলীর দুই ছেলে মনিরুল, নজরুল এবং বারেকের জামাই সিদ্দিক জখম হয়। বারেকের জামাই সিদ্দিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে।