দামুড়হুদায় জোড়া খুন মামলার সন্দিগ্ধ আসামি কুফানকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ : জেলহাজতে প্রেরণ

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বোয়ালমারী কানাইবাবুর আমবাগানে জোড়া খুন মামলার আসামি চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা চারুলিয়ার মৃত তেঁতুল খাঁর ছেলে কুফানকে (২৬) ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম। গতকাল সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি রোববার রাত আনুমানিক আড়াইটার দিকে দামুড়হুদা উপজেলার বোয়ালমারী কানাইবাবুর আমবাগানে চরমপন্থি দলের দু সদস্য মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মৃত তামির শেখের ছেলে শাহাবুর ওরফে সাগর (৩০) ও একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সেলিম শেখকে (৩৬) জবাই করে হত্যা করে প্রতিপক্ষ। কুফান ওই মামলার একজন প্রধান আসামি। গোপন সংবাদ পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম, এএসআই নেওয়াজ মোর্শেদ, এএসআই শামসুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গত রোববার বিকেল ৪টার দিকে চারুলিয়া এলাকা থেকে আটক করে।