আলমডাঙ্গার ঘোলদাড়ী ভূমি অফিসের চুরির ঘটনায় তদন্ত শুরু : অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্ত টিমের ঘটনাস্থল পরিদর্শন

সদরুল নিপুল: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের ঘোলদাড়ি বাজারস্থ ভূমি অফিসের তালা ভেঙে খাজনা আদায়ের বই রেজিস্ট্রার বইসহ বেশকিছু কাগজপত্র চুরির ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টিমের তদন্তের কাজ শুরু হয়েছে। ভূমি অফিসের প্রয়োজনীয় কাগজপত্র চুরির আড়ালে রয়েছে গাড়িয়ার বিল দখল নিয়ে। এলাকার ডানপিটে প্রভাবশালী এক ব্যক্তি বিল দখলের পাঁয়তারা করার এক পর্যায়ে তার নেতৃত্বেই চুরির ঘটনা ঘটেছে বলে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন গতকাল সোমবার বিকেলে মাথাভাঙ্গাকে জানান, ঘোলদাড়ি ভূমি অফিসের চুরির ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক সাইদ মাহবুবের নেতৃত্বে এ তদন্ত টিমে রয়েছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিনুজ্জামান। তদন্ত টিমটি গতকাল সোমবার সকাল ১১টার সময় ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে ভূমি অফিসে চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে রহস্যের জট খুলতে শুরু করেছে। নেপথ্যের আড়ালে রয়েছে ঘোলদাড়ী পাইকপাড়া গ্রামের গাড়িয়ার বিল দখল নিয়ে। এলাকাবাসী জানায় সরকারী গাড়িয়ার বিলটি প্রায় ২৪ একর ২০ শতক জমির উপর অবস্থিত। চুরির সংবাদ শুনে পরের দিন গত বৃহস্পতিবার জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ভূমি অফিসের তহশীলদার নাসির উদ্দিন আলমডাঙ্গা থানায় একটি চুরি মামলা দায়ের করেন।