ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জের মালিয়াট ইউনিয়ন পরিষদে মাতৃত্বভাতা প্রদান ও এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ও সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরাদুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম সিদ্দিকী ঠাণ্ডু।
বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট. মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা খাতুন, মালিয়াট ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান খান, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ইউনিয়নের ২২ জন মায়েদের প্রত্যকে ৬ মাসের এককালীন ২ হাজার ১শ করে নগদ টাকা প্রদান করা হয়।