শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ঝিনাইদহের মডার্ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকদের কর্মবিরতি

ঝিনাইদহ প্রতিনিধি: শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদ ও ন্যায্য মজুরির দাবিতে ঝিনাইদহের মডার্ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকরা তিনদিন ধরে কর্মবিরতি পালন করছেন। রোববার দুপুরে মালিক পক্ষ তাদের দাবি মেনে নিয়ে বিকেলে শ্রমিকরা কাজে যোগদান করে। শ্রমিকরা তাদের বেতন ন্যূনতম ৪ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন। শ্রমিকরা অভিযোগ করেন, ওষুধ কোম্পানির কর্মকর্তারা বিনা কারণেই শ্রমিকদের নানা হয়রানি ও নির্যাতন চালান। এছাড়া তাদের ঠিকমতো বেতন-ভাতা দেয়া হয় না। প্রতিবাদ জানালেই শ্রমিকদের ছাটাই করা হয়। এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে শ্রমিকরা গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরু করেন। সকাল থেকে তারা কারখানায় তালা ঝুলিয়ে সামনে বসে বিক্ষোভ করতে থাকে।

মডার্ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং ম্যানেজার শরিফুল বাশার বলেন, দুপুরে মডার্নের মালিক ও কর্মকর্তাদের সাথে শ্রমিকদের লিখিত আপস মীমাংসা হয়। আগামী জুন মাসে শ্রমিকদের বেতন বাড়াতে হবে ও যখন তখন তাদের ছাটাই করা যাবে না বলে মালিকপক্ষ অঙ্গীকার করে।