স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের অটোরিকশা চালকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর সাথে সাথে সকলকে ট্রাফিক আইন মেনে চলাচলের অনুরোধ জানানো হয়েছে। গতপরশু শনিবার চুয়াডাঙ্গা জেলা ইজি-অটোবাইক মালিক শ্রমিক বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ বৈঠকে এ অনুরোধ জানান।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় মো. উমর আলী মণ্ডল সভাপতিত্ব করেন। উপস্থাপনায় ছিলেন সেক্রেটারি আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন- সহসভাপতি আহাদ আলী, শরিয়ত অলী, শ্রমিক নেতা লিটু, জয়েন্ট সেক্রেটারি জাহিদ, অর্থবিষয়ক সম্পাদক বজলু, খোকন, রানা, ছানোয়ার, সিদ্দিকুর রহমান, অনু, মঞ্জু, উজ্জল ইসা প্রমুখ।
বক্তারা চুয়াডাঙ্গার ইজি-অটোবাইক মালিক ও শ্রমিকদের এক্যবদ্ধ হওয়ার অহ্বান জানান। একই সাথে সকল চালককে ট্রাফিক আইন মেনে চলাচলেরও অনুরোধ জানানো হয়।