খবর:(গণজাগরণ কর্মীদের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জ)
হঠাত করে ক্ষেপলো এবার পুলিশ
ওরা কারো ভায়রা নাকি
এসব কেন ভুলিস।
খেলে লাঠির বাড়ি
লাগলো বুঝি মাড়ি
ওদের সাথে মিশিসনে আর
ওরা বদের ধাড়ি।
জাগরণে চিড় ধরেছে চিড়
বগিসনে বিড়বিড়
দোহাই লাগে শাহাবাগে
করিসনে আর ভিড়।
পাকাসনে আর গোল
দ্বন্দ্ব ফ্যাসাদ ভোল।
-আহাদ আলী মোল্লা