ইবি উপাচার্যের বাসভবনে বোমা হামলা

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের বাসভবনে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপাচার্যের বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন জানান, রাত ১০টার দিকে উপাচার্যের বাসভবন এলাকায় বোমা বিস্ফোরণের শব্দ শুনে সেখানে গিয়ে জানতে পারি কে বা কারা বাসভবন লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে। তা লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়ির সামনের রাস্তায় বিস্ফোরিত হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। এ সময় উপাচার্যের বাসাতে নিরাপত্তা কর্মীরা ছাড়া আর কেউই ছিলেন না বলে তিনি জানান।