চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মেজর আলীউজ্জামান জোয়ারদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মেজর আলীউজ্জামান জোয়ারদারের  প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এদিনে  সন্ধ্যা ৬টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর এক বছর পূর্ণ হলেও দীর্ঘদিনে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নতুন কাউকে দায়িত্ব দেয়নি সরকার।

চুয়াডাঙ্গা ওয়াপদাপাড়ার আলীউজ্জামান জোয়ারদার ছ্ত্রালীগ নেতা ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের কৃঞ্চনগর রেডক্রস অফিসে বিভিন্ন কাজে জড়িত ছিলেন। ২০১১ সালের ২০ ডিসেম্বর তিনি চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেন।