আলমডাঙ্গায় বিরল প্রজাতির প্রাণি বাঘডাশাকে পিটিয়ে হত্যা

আলমডাঙ্গা ব্যরো: গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গায় বিরল প্রজাতির এক প্রাণী বাঘডাশাকে দেখা যায়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো গেলো না। গতকাল সকালে আলমডাঙ্গা একটি পরিত্যক্ত গর্তের ভেতর বাঘডাশা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ধরার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পর প্রাণীটি পালিয়ে গিয়ে আলিফ উদ্দিন রোডের রানা ঘড়ি ঘরের ভেতরে লাফ দিয়ে ওঠে। রানা ভয় পেয়ে বাঘ বাঘ বলে চিৎকার দিয়ে ঘর থেকে বেড়িয়ে আসেন। এরপর পাশের ফাতেমা চশমাঘরের মালিক মাসুদ রানা তুহিন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল ও থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামকে সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। তারা প্রাণিটিকে ছেড়ে দিতে বলেন।