৫ জানুয়ারির নির্বাচন অস্বাভাবিক

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান বলেছেন

স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান বলেছেন, ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন ছিলো অস্বাভাবিক। ওই নির্বাচনে একটি পক্ষ অংশ নেয়নি। সংসদের বর্তমান বিরোধী দল সরকারে আছে, বিরোধী বেঞ্চে তো আছেই- এমন অস্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী হেসে ওঠেন। ঢাকা সফরের সমাপনী লগ্নে ব্রিটিশ মন্ত্রী গতকাল বিকেলে বারিধারায় ব্রিটিশ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ব্যালট বাক্সের মাধ্যমে সংসদে জনগণের প্রতিনিধি পাঠানোর সুযোগ দেয়া, তাদের ভোটে নির্বাচিতদের নিয়ে গঠিত সরকারের জবাবদিহি এবং বৈধ ও শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ নিশ্চিত করার জোর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, এগুলো গণতন্ত্রের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নির্বাচন অস্বাভাবিক হলেও সরকার বৈধ উল্লেখ করে তিনি বলেন, ব্রিটেন সরকারের সাথে কাজ করছে, কিন্তু আমরা এখানে প্রকৃত গণতন্ত্র দেখতে চাই। জনগণের স্বার্থে পরিচালিত গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চাই। বিদ্বেষের রাজনীতি ব্রিটেন দেখতে চায় না জানিয়ে তিনি বলেন, আমরা আলোকিত সরকার দেখতে চাই। একই সঙ্গে স্থিতিশীলতাও চাই। সাম্প্রতিক উপজেলা নির্বাচনে অনিয়ম ও হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী বক্তৃতায় মন্ত্রী বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক যে সহিংসতা হয় তা থেকে সব পক্ষকে বেরিয়ে আসতে হবে। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত নির্বাচনের আগে-পরে ৫ শতাধিক লোকের প্রাণহানি-সংক্রান্ত রিপোর্টের উল্লেখ করে তিনি মর্মাহত হয়েছেন বলে জানান। তিনি সংখ্যালঘুদের ওপর আক্রমণ, গুম ও বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডেরও নিন্দা করেন। সব ধরনের সহিংসতা, সংঘাত-সংঘর্ষ থেকে বেরিয়ে আসতে রাজনৈতিক পক্ষগুলোর প্রতি আহ্বানও জানান। এক প্রশ্নের জবাবে ডানকান বলেন, বাংলাদেশের রাজনীতি এ দেশের মানুষই নির্ধারণ করবে। একজন অতিথি হিসেবে আমি কোনো ফর্মুলা দিতে পারি না। তবে দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধা-সমর্থন জানিয়ে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে একসাখে কাজ করার আহ্বান জানান। একই সাথে সংঘাতের পথ পরিহারের জন্য বৃটেনের উপর্যুপরি আহ্বান অব্যাহত থাকার ঘোষণা দেন।