স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের পান সিগারেট ব্যাবসায়ী আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। ভারতে চিকিৎসা নিতে গিয়ে গতকাল বুধবার ভোরে ভারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃতদেহ দেশে নেয়ার প্রক্রিয়া চলছে।
আব্দুল মান্নান চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতালপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে। মৃত্যুকালে আব্দুল মান্নানের বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সার রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য ভারতের ভেলোরে নেয়া হয়। সেখান থেকে ফিরিয়ে নেয়ার পথে কোলকাতাতে গতকাল ভোরে ইন্তেকাল করেন। এরপর থেকেই মৃতদেহ চুয়াডাঙ্গায় নেয়ার প্রক্রিয়া শুরু হয়। আজ বৃহস্পতিবার দর্শনা সীমান্ত হয়ে দেশে লাশ নেয়া হতে পারে। তিনি স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।