টিপ্পনী

 

খবর:(১৫৯ সোনার বারসহ ৩ পুলিশ সদস্য ও ১ সোর্স গ্রেফতার)

 

বাংলাদেশের পুলিশ যদি চোর হয়

ডাকাত নেতা কিংবা নেশারখোর হয়

রাস্তা ঘাটে চান্দা তোলে যদি

গায়েব করেন সাগর পুকুর নদি

কার কাছে আর যাবেন-

বিচার কোথায় পাবেন।

 

পুলিশ করে অপহরণ ছিনতাই

এমন কথা ভেবে মরি চিন্তায়

হুমকি দিয়ে মেলা তবিল কাটে

পকেট যদি মারে বাজার ঘাটে

তবে কোথায় পালাই;

এই পুলিশের জ্বালায়।

 

কিন্তু এসব বলাটলা বারণ আছে

ওরে বাবা, কারণ আছে কারণ আছে।

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment