রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের আগুন

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের চতুর্থ তলার বিশ্ব সভ্যতা গ্যালারিতে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক এই গ্যালারির পূর্ব-দক্ষিণ পাশের রেলিংয়ে আগুন লাগে। তবে এতে আতঙ্ক ছড়ালেও ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলে কর্তৃপক্ষ দাবি করেছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ সাংবাদিকদের জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রাথমিক তদন্তের পর এমন ধারণাই পাওয়া গেছে। তবে অন্য কোনো কারণ আছে কি-না তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে। আগুনে দুটি সিলিং ফ্যান ও বৈদ্যুতিক তার পুড়ে গেছে। এ ছাড়া অন্যান্য সামগ্রীর সামান্য ক্ষতি হয়েছে। এক ঘণ্টার মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

জানা যায়, সকাল ৯টার দিকে জাদুঘরের তখনো দাপ্তরিক কার্যক্রম শুরু হয়নি। অফিস কর্মকর্তা-কর্মচারীদের কেউ রাস্তায় আবার কেউ সবেমাত্র জাদুঘরের প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকছেন। তবে কয়েকজন কর্মচারী পৌনে ৯টার দিকেই অফিসে প্রবেশ করেন। এরপর ৯টার পরপরই চারতলায় বিশ্ব সভ্যতা গ্যালারির একটি কক্ষে হঠাত আগুন ধরে দাও দাও করে জ্বলতে থাকে। প্রথমে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে জাদুঘর কর্তৃপক্ষ। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডস্থলে বিকেল ৪টা পর্যন্ত সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি।

জাদুঘর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, চতুর্থ তলার ৪৪ নম্বর গ্যালারির ইরানি-কোরিয়া কর্নারে আগুন লাগে। বিশ্ব সভ্যতার অংশ হিসেবে ইরান, সুইজারল্যান্ড, কোরিয়া ও চীনের নিদর্শন চতুর্থ তলায় রয়েছে। সকালে এক কর্মচারী ফ্যানের সুইচ দিতে গেলে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ব্যাপক আকার ধারণ করলে প্রাচীন সভ্যতার এসব দুর্লভ নিদর্শনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিলো। তবে কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্তের কারণে আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। স্প্রে না করে পানি দিয়ে আগুন নেভানোর কারণে প্রত্নসামগ্রীর কিছুটা ক্ষতি হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক জাদুঘরের একজন কর্মকর্তা।

এদিকে জাদুঘরে অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে যান সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। ঘটনাস্থল পরিদর্শন শেষে আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। জাদুঘরের পরিচালক (অপারেশনস) মাহবুবুর রহমান বলেন, চতুর্থ তলায় ৪৪ নম্বর গ্যালারিতে আগুন লাগে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও তিনি দাবি করেন।

Leave a comment