বাজারগোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহের কুটি দুর্গাপুর গ্রামে গত রোববার বেলা ১১টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯টি বাড়ি ও ২টি গরু ও অন্যান্য আসবাবপত্রসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কুঠিদুর্গাপুর গ্রামের আদিল উদ্দীনের রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় আদিল উদ্দীনের দুটি গরু এবং আব্দুর রাজ্জাক, মন্টু ও দিদার হোসেন, সবুজ, রাজ্জাক, লাল্টু, মুকুল, টিটু, সিদ্দিকের বাড়ি ও রান্নাঘর পুড়ে গেছে। এতে ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানা গেছে।