অশ্বিনে কাবু অস্ট্রেলিয়া

 

স্টাফ রিপোর্টার: অশ্বিনের ঘূর্ণিতে ভারতের কাছে ৭৩ রানে হারলো অস্ট্রেলিয়া। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.২ ওভারে ৮৬ রানে অলআউট হয় অজিরা। চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অশ্বিন। গতকাল রোববার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে ধোনি বাহিনী। প্রথম ওভারেই দলীয় ৬ রানে রোহিত শর্মার (৫) উইকেট হারানোর পর অজি বোলিং আগ্রাসনের মুখে ৬৬ রানের মধ্যেই সাজঘরে ফেরেন বিরাট কোহলি (২৩), আজিঙ্কা রাহনে (১৯) ও সুরেশ রায়না (৬)। তারপরেও ভারতের সংগ্রহটা দেড়শোর বেশি হয় তার মূল কৃতিত্ব যুবরাজের। রান খরায় ভুগতে থাকা যুবি এদিন ৪৩ বলে ৬০ রান সংগ্রহ করেন। তার ইনিংসটিতে চারটি ছয় ও পাঁচটি চারের মার ছিলো। এছাড়া ধোনির ব্যাটে ২৪ ও কোহলির ব্যাটে ২৩ রান আসে। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন দুটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ধীর গতিতে ব্যাট চালায় দু অজি ওপেনার ফিঞ্চ ও ওয়ার্নার। ব্যক্তিগত ৬ রানে ফিঞ্চ আউট হওয়ার পর ক্যামেরন হোয়াইট ফিরে যায় শূন্য রানে। এ সময় দলের রান ১৯। ১২ বলে ২৩ রান করে আউট হওয়ার পূর্বে ভারতীয় বোলারদের ভিত কাঁপিয়ে দেয় ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮৬ রানে অলআউট হয়ে টুনার্মেন্ট বিদায় নিলো অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে ৪ উইকেট নেন অশ্বিন ও মিশ্রা ২টি।