জীবননগর রাজাপুর ও বাঘাডাঙ্গা বিজিবির অভিযানে ভারতীয় মদ ও টিভিপার্টস উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রাজাপুর ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকচোরাচালানীরা এসব মাদক ফেলে পালিয়ে গেলে বিজিবি তা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

বিজিবিসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির নায়েক সুবেদার রুস্তম আলী সঙ্গীয় বিশেষ টহল দল নিয়ে জিনজিরাপাড়া মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৭ বোতল ভারতীয় মদ, ৪ হাজার ভারতীয় টিভির কার্বন ফ্লিম রেজিস্ট্রার এবং ১১টি ভারতীয় সিডি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ১২ হাজার ১৫০ টাক।             গত ২৮ অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর উপজেলার রাজাপুর বিওপির হাবিলদার মো. তোতা মিয়া সঙ্গীয় বিশেষ টহল দল নিয়ে মানিকপুর মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ২৪ হাজার ১০ টাকা বলে জানা গেছে।