দুর্যোগের নেই দিনক্ষণ প্রস্তুত থাকবো সারাক্ষণ
স্টাফ রিপোর্টার: ‘দুর্যোগের নেই দিনক্ষণ প্রস্তুত থাকবো সারাক্ষণ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইনের নেতৃত্বে র্যালি বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক সাঈদ মাহবুব, সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান প্রমুখ। এছাড়াও এনজিও প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির হায়দার আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার মৌ রেজা।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রতিরোধ দিবসে র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় দুর্যোগ প্রতিরোধ দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপপরিচালক আবু বকর সিদ্দিক, সহকারী কমিশনার সাবরিনা শারমিন, জেলা বিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আলহাজ মোশারফ হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মশিউর রহমান, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘দুর্যোগের নেই দিনক্ষণ, প্রস্তুত থাকবো সারাক্ষণ’ এ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসন র্যালি ও আলোচনাসভার আয়োজন করে। সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে সরকারি-কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, তরফদার মাহমুদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা এএসএম কবীর, সাংবাদিক মিজানুর রহমান বক্তব্য রাখেন। সভায় দুর্যোগের জন্য আগে থেকে সকলকে প্রস্তুত থাকা এবং দুর্যোগ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, জাতীয় দুর্যোগ ও প্রশমন দিবস পালনে মেহেরপুর মুজিবনগরে র্যালি ও আলোচনাসভা করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডলের নেতৃত্বে প্রধান সড়কে র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষা অফিসার আপিলউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হিসাবরক্ষক আরাধন কুমার দাস, সেলিম জাহাঙ্গীর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের কর্মচারী ও কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
কোটচাঁদপুরপ্রতিনিধি জানিয়েছে, কোটচাঁদপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে গতকাল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইকরামুল হক, বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ.রবিউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা দুলাল চন্দ্র, পরিবার পরিকল্পনা দীপক কুমার ও জনস্বাস্থ্য প্রকৌশলী সুনিল চন্দ্র মণ্ডল। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।