রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যসহ ২ জন গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: রাঙামাটি সদরে ইঞ্জিনচালিত নৌকায় দুর্বৃত্তদের হামলায় ইউপিডিএফ সদস্যসহ দু জন গুলিবিদ্ধ এবং একজন হ্রদে ঝাঁপিয়ে পড়ার পর নিখোঁজ হয়েছেন। রাঙ্গামাটি পুলিশ সুপার  আমেনা বেগম জানান, গতকাল বুধবার বন্দুকভাঙা ইউনিয়নের চেয়ারম্যান টিলায় এলাকায় এ হামলা হয়। আহতরা হলেন পিকাশ চাকমা ওরফে নিকাশ (২৫) ও বোট চালক সৌরভ খীসা। পিকাশ চাকমাকে চট্টগ্রাম এবং সৌরভ খীসাকে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন সুসময় চাকমা ওরফে কাপন (৩৫)। এসপি আমেনা বেগম আরো জানান, পিকাশ চাকমা পিঠে ও হাতে এবং সৌরভ খীসা হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দাবি, আহত পিকাশ চাকমা ও সুসময় চাকমা তাদের সংগঠনের সদস্য। এছাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এ হামলা চালায় বলেও দাবি করে এ সংগঠনটি। স্থানীয়রা জানান, সকালে নানিয়ারচর উপজেলা থেকে আনারস বোঝাই একটি ট্রলার রাঙামাটি শহরে আসছিলো। পথে ট্রলারটি থামিয়ে দু ব্যক্তি ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় পাহাড়ের চূড়া থেকে দুর্বত্তরা গুলি করলে পিকাশ চাকমা ও সুসময় চাকমা পানিতে ঝাঁপিয়ে পড়ে। ঘটনার পরপর স্থানীয়রা পিকাশ চাকমা ও সৌরভ খীসাকে উদ্ধার করে।