টিপ্পনী

 

খবর:(চুয়াডাঙ্গার তিতুদহ কলাগাছি গ্রামে ৪ বাড়িতে ডাকাতি)

 

নিজের বাড়িতে নিজেরা ঘুমাই রাতে

ভয় যতো সব ঘুর ঘুর করে পাশে

বুনো শুয়োরের দল হায়েনারা মাতে

দস্যির মতো বাড়িতে বাড়িতে আসে।

 

হাতের মুঠোয় নড়াচড়া করে জান

কখনো কখনো হয় লুটপাট খুন

রাতারাতি থামে কতো জীবনের গান

এই ধারা চলে জুন থেকে ফের জুন।

 

তবু আমাদের নিরাপত্তা কি হলো

কার কাছে এই ছোট্ট জবাব চাবো

কোন মহারতি আছো গো এবার বলো

বাঁচার আশায় ভিটে-মাটি ছেড়ে যাবো?

 

-আহাদ আলী মোল্লা