জাতীয় সঙ্গীত গাইতে না পেরে শৈলকুপায় অনার্স পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা

 

ঝিনাইদহ অফিস: ‘লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত’ গাইতে না পেয়ে অভিমানে ঝিনাইদহের শৈলকুপায় এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। নিহতের নাম নিহারিকা খাতুন অরুণা (২১)। শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে ও কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সে। গতকাল বুধবার দুপুরে উপজেলার বিজুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইতে সহপাঠীদের সাথে কলেজে যেতে চেয়েছিলো অরুণা। কিন্তু বাড়িতে সাংসারিক কাজ থাকায় তাকে বাধা দিয়েছিলেন তার পিতা। আর তাতেই অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে অরুণা। অরুণার পিতা আব্দুল কুদ্দুস মেয়েকে বাধা দেয়ার কথা স্বীকার করে জানান, জাতীয় সঙ্গীতের অনুষ্ঠানে যেতে না দেয়ায় মেয়ে অভিমানে আত্মহত্যা করেছে।

শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।