কনফিডেন্স কোচিং সেন্টারের মালিকের রহস্যজনক মৃত্যু

 

স্টাপ রিপোর্টার: ঢাকার পূর্ব রাজাবাজার এলাকায় কনফিডেন্স কোচিং সেন্টারের মালিক গিয়াস উদ্দিনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে নিখোঁজ হওয়ার পর বুধবার দুপুর ১২টার দিকে পূর্ব রাজাবাজারের ১/১নং বাসার দোতলায় নিজের কক্ষ থেকে কোচিং সেন্টারের স্টাফরা তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জানা যায়, কোচিং সেন্টারের স্টাফরা গিয়াস উদ্দিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নিয়ে যান। বাসায় অনেকগুলো ওষুধ ছড়ানো-ছিটানো এবং বিছানা এলোমেলো ছিলো। গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Leave a comment