আজ সারাদেশে ইউএনও কার্যালয় ঘেরাও করবে বিএনপি

 

স্টাফ রিপোর্টার: চতুর্থ দফা উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি করে ফলাফল ছিনিয়ে নেয়ার প্রতিবাদে  আজ বৃহস্পতিবার ২৭ মার্চ সারাদেশের ইউএনও কার্যালয় ঘেরাও করবে করার বিএনপি। এ সময় থানায় থানায় নেতাকর্মীরা মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকতাকে স্মারকলিপি প্রদান করবে। গত সোমবার বিএনপির যুগ্মমহাসচিব রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, চতুর্থ দফা নির্বাচনে রক্তারক্তি আর খুনাখুনিতে আগের সব রেকর্ড ভঙ্গ হয়েছে। এ নির্বাচনে ভোট ডাকাতি করে রায় ছিনিয়ে নিয়ে নিজেদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে সরকার। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে উপজেলা কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি পেশ করা হবে।

উল্লেখ্য, চতুর্থ দফায় ৯১টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। গোলযোগের কারণে ১১টি উপজেলার অন্তত ৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তারা। এছাড়া সহিংসতায় অন্তত ৪ জন নিহত হন। চার পর্ব মিলিয়ে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭। আর বিএনপির চেয়ারম্যানের সংখ্যা ১৫০।