হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে নসিমন করিমন চালকদের বিক্ষোভ

 

ঝিনাইদহ অফিস: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় মহাসড়কে শ্যালোইঞ্জিন চালিত যানবাহন চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে নসিমন-করিমন চালকরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছেন। তারা সড়ক-মহাসড়কে পণ্য পরিবহনসহ শর্ত সাপেক্ষে চলাচলের অনুমতি দেয়ার দাবি জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা নসিমন-করিমন শ্রমিক ঐক্য ফ্রন্টের আয়োজনে শহরের শেরেবাংলা সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে জেলার ৬ উপজেলার নসিমন, করিমন ও ভটভটি চালকরা অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন হাটখোলা প্রাঙ্গণে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা গোলাম সরোয়ার সউদ, মনির হোসেন, শফিক আহমেদ, শান্তি জোয়ারদার, আবদুল মালেক ও বাপ্পী ইসলাম। নসিমন-করিমন চালকরা অভিযোগ করেন, হাইকোর্টের রায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় হাজার হাজার শ্রমিকের রুটি-রুজির ওপর আঘাত এনেছে। তারা নসিমন, করিমন ও ভটভটি চালকদের ওপর পুলিশ হয়রানি বন্ধ এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসক শফিকুল ইসলামের নিকট স্মারকলিপি পেশ করেন নসিমন-করিমন চালকরা। স্মারকলিপিতে নসিমন করিমন চালকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানানো হয়।