জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে এমপি টগর : দেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে

 

জীবননগর ব্যুরো: জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে চুয়াডাঙ্গা-২ আসনে পুনর্নির্বাচিত সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনাসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজি আলী আজগর টগর বলেন, প্রত্যেকটি মানুষকে দেশ তথা জাতির বৃহত্তর স্বার্থেই শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে হবে। শিক্ষা ছাড়া সমগ্র জাতির উন্নয়ন সম্ভব নয়। আর এ লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিয়েছেন এবং লেখাপড়া শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শিক্ষার মান উন্নয়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমার ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছি। আমার মেয়াদকালে ৮০টিরও বেশি শহীদ মিনার স্থাপন করেছি। অথচ অতীতে যারা ক্ষমতায় ছিলো তারা এ সমস্ত কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে রেখে তারা নিজেদের আখের গুছিয়েছে। তিনি আরো বলেন, এক শ্রেণির রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে মিথ্যার আশ্রয় নিয়ে ধর্মভীরু সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছে। নিজেদের উদ্দেশ্য হাসিল করতে ঘরে ঘরে যেয়ে আমাদের মা বোনেদের বেহেস্তের টিকিট হাতে তুলে দিয়ে তাদের স্বার্থ হাসিল করতে মরিয়া হয়ে ওঠেছে। ধর্মের নামে এসব অসত্য রাজনীতি বন্ধে শিক্ষার কোনো বিকল্প নেই। ইতোমধ্যেই আমি এই মহিলা কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করেছি। আপনাদের কাছে আমার আহ্বান সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পুনর্গঠনে সবাই এগিয়ে আসুন।

জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলাউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জীবননগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুর রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রধান, জাহাঙ্গীর আলম, সোহরাব হোসেন খান, যুবলীগের যুগ্মআহ্বায়ক আব্দুস সালাম ঈসা, শামিম ফেরদৌস, সোয়েব আহমেদ অঞ্জন, ওয়াসিম রেজা প্রমুখ।