মানবতা সংস্থায় আবেদন : মসজিদপাড়ার আতিয়ারসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া
স্টাফ রিপোর্টার: সুদানে মোটা অঙ্কের বেতনে মাদরাসার ছাত্রদের ভাত রান্নার চাকরির কথা বলে চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ার ফিরোজা খাতুনকে পাচার করা হয়েছিলো। নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার অপচেষ্টা চালানোর পরই পাচারকারীদের এক সহযোগী তাকে দেশে ফিরতে সহযোগিতা করে। ফিরোজা খাতুন বাড়ি ফিরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পলাশপাড়াস্থ মানবতা সংস্থায় আইনগত সহায়তা চেয়ে আবদন করার সময় এ অভিযোগ উত্থান করেন।
ফিরোজ খাতুনের আবেদনের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা মসজিদপাড়ার আতিয়ার ও তার বোন দুলাভাইয়ের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে মানবতা সংস্থা। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে ফিরোজার বরাত দিয়ে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার ফিরোজা খাতুনকে সুদানে মাদরাসার ছাত্রদের ভাত রান্নার চাকরির কথা বলে মসজিদপাড়ার মৃত তাহের গুটুলীর ছেলে আতিয়ার রহমান, আতিয়ারের বোন রেশমা ও ভগ্নিপতি আলী আহম্মেদ হাতিয়ে নেয় তিন লাখ টাকা। এক পর্যায়ে গত ২২ জানুয়ারি লেবাননের উদ্দেশে প্লেনে তুলে দেয়া হয়। সেখানে যাওয়ার পর মাদরাসার ছাত্রদের রান্নার চাকরির বদলে তাকে ঘরে আটকে নির্যাতন শুরু করা হয়। ফিরোজা জানতে পারে, তাকে চুয়াডাঙ্গার ওই চক্র ১০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে। নির্যাতনের মুখে ফিরোজা আত্মহত্যার অপচেষ্টা চালায়। এক পর্যায়ে সেখান থেকে তাকে দেশে ফেরার ব্যবস্থা করা হয়। সম্প্রতি দেশে ফেরে ফিরোজা।
ফিরোজা চুয়াডাঙ্গা মসদিপাড়ার আতিয়ারসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করতে মানবতা সংস্থার আইনগত সহায়তা চেয়ে আবেদন করেছে। আবেদন গ্রহণ করেন সংস্থার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার। উপস্থিত ছিলেন গণসংযোগ কর্মকর্তা হাফিজ উদ্দীন হাবলু, প্যানেল আইনজীবী অ্যাড. জিল্লুর রহমান জালাল, সমন্বয়কারী রহিমা পারভীন প্রমুখ।