দর্শনায় আয়কর দাতাদের মধ্যে সনদ বিতরণ

 

 

দর্শনা অফিস: আয়কর প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি এ স্লোগানকে সামনে নিয়ে জনসাধারণের মধ্যে আয়কর বার্তা পৌঁছে দেয়া, আয়কর ভীতি দুরীকরণ, করদাতাদের সংখ্যা বৃদ্ধি ও কর প্রদান কার্যক্রম সহজ করণের লক্ষ্যে দর্শনায় প্রট অ্যাসেসম্যান্ট ও আয়কর দাতাদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কেরুজ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ সভায় আলোচনা করেন চুয়াডাঙ্গা উপকর কমিশনার খুরশিদ আলম, চুয়াডাঙ্গা কর ও আইনজীবী সমিতির যুগ্মসম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. শামসুজ্জোহা, বিশিষ্ট ব্যবসায়ী হাজি হারুন অর রশিদ, দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম লুল্লু, হাজি ফজলুল করিম, কাউন্সিলর রবিউল হক সুমন প্রমুখ। উপস্থাপনা করেন কর পরিদর্শক আব্দুস সাত্তার চৌধুরী। পরে দর্শনার করদাতাদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়েছে।