মুন্সিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দু মিষ্টি ব্যবসায়ীর ১৩ হাজার টাকা জরিমানা

 

অনিক সাইফুল/শরিফুল ইসলাম: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারে ২টি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে পঁচা-দুর্গন্ধযুক্ত মিষ্টি বিক্রির অভিযোগে গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহি ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, গতকাল বিকেলে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মুন্সিগঞ্জ বাজারে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। হোটেলের অপরিচ্ছন্ন-নোংরা পরিবেশ ও পঁচা দুর্গন্ধযুক্ত মিষ্টি বিক্রির অভিযোগে মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারের মালিক শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা ও মদন মোহন মিষ্টান্ন ভাণ্ডারের মালিক উজ্জ্বল কুমার সাহাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মদন মোহন মিষ্টান্ন ভাণ্ডার থেকে প্রায় দেড় মণ পঁচা ও দুর্গন্ধযুক্ত মিষ্টি উদ্ধার করে ফেলে দেয়া হয়।