জিপু চৌধুরী ও দুদু জামিনে হাজতমুক্ত

 

স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মীদের মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও বর্তমান সভাপতি শরীফ হোসেন দুদু জামিনে হাজতমুক্ত হয়েছেন। গতকাল বিকেলে এরা চুয়াডাঙ্গা জেলা কাগার থেকে মুক্ত হলে দলীয় নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। তাৎক্ষণিকভাবে তাদের নিয়ে জেলা শহরে মিছিল বের করে।

সমাবেশে বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও বর্তমান সভাপতি শরিফ হোসেন দুদু ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে কারামুক্ত হয়েছেন। শহীদ হাসান চত্বরে সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করেসহ কারবন্দী সাবেক কলেজ সভাপতি ইমরান হোসেন বিপ্লব, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ ও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফকে নিঃশর্ত মুক্তি দাবি জানান। নতুবা আন্দোলন করার প্রত্যয় করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী আহম্মেদ, যুগ্মসাধারণ সম্পাদক হাবিবুর রহমান লাভলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. সফি, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী, জেলা যুবলীগের সদস্য মিলন, রাজ্জাক, বিপ্লব, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি অ্যাড. ফিরোজ আহাম্মেদ, দফতর সম্পাদক মতি, বর্তমান জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান, বুলবুল, যুগ্মসাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান কালু, ডেভিড, ভুলন, বুলবুল, ওয়াসিম, জীবননগর উপজেলা ছাত্রলীগের সভাপতি অঞ্জন, সাধারণ ওয়াসিম, জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক শরিফ, জীবননগর কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক রুবেল, দর্শনা পৌর পৌর ছাত্রলীগের সভাপতি ববি, সাধারণ সম্পাদক মামুন, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি পারভেজ, সাধারণ সম্পাদক তপু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রিংকু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহাম্মেদ।