বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের তিন দিনব্যাপি বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল হক মাসুম গতকাল সোমবার সকাল ৯টায় বিদ্যালয়মাঠে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৪ সুখের পায়রা ওড়ানোর মধ্যদিয়ে উদ্বোধন করেন। এ সময় অতিথি ছিলেন হিজলগাড়ি সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন, আক্কাচ আলী, জালাল উদ্দিন, সহকারী শিক্ষক আবুল বাসার, আজিজুল হক, আবুল হোসেন, ওয়াজেদ আলী, সাজেদুর রহমান প্রমুক।