নিখোঁজ বিমানটি হারিয়ে গেছে : মালয়েশিয়া

মাথাভাঙ্গা মনিটর: নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটটি দক্ষিণ ভারত মহাসাগরে বিলীন হয়ে গেছে। নতুন তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে এ সিদ্ধান্তই টানা যায় বলে ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, দু সপ্তার বেশি সময় আগে নিখোঁজ হয়ে যাওয়া বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। ব্রিটেনের নতুন স্যাটেলাইট উপাত্ত বিশ্লেষণে বিমানটিকে সর্বশেষ অস্ট্রেলিয়ার পার্থের পশ্চিমে ভারত মহাসাগরের মাঝ বরাবর দেখা গেছে। নাজিব বলেন, জায়গাটি অত্যন্ত দুর্গম এবং প্রত্যন্ত। আর তাই গভীর সমবেদনা এবং দুঃখের সাথে আমাকে জানাতে হচ্ছে যে, নতুন তথ্যমতে, ফ্লাইট এমএইচ৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরেই বিলীন হয়েছে। মালয়েশিয়া এয়ারলাইন্স নিখোঁজ বিমানের যাত্রীদের স্বজনদের একথা জানিয়েছে বলে জানান তিনি। এর আগে বিমানটির যাত্রীদের স্বজনদের কাছে একটি টেক্সট মেসেজ পাঠাতে দেখার কথা জানিয়েছে। এতে লেখা ছিলো, সন্দেহাতীতভাবেই ধরে নেয়া যায় যে, বিমানটি হারিয়ে গেছে এবং কেউ বেঁচে নেই। ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইনের বিমানটি ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে উধাও হয়ে যায়। তারপর থেকে ব্যাপক আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি।
অস্ট্রেলিয়ার নৌ জাহাজ দক্ষিণ ভারত মহাসাগরে বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজে বের করার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ মন্তব্য করলেন। গতকাল সোমবার মহাসাগরে বেশ কিছু ভাসমান বস্তু দেখা যাওয়ার পর এগুলো নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ বলেই ধারণা করা হয়। সিনহুয়া বলেছে, কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট শাদা বস্তুর সাথে দুটি বড় শাদা বস্তু দেখতে পেয়েছে অনুসন্ধানকারীরা।
গতকাল সোমবার সকালে অস্ট্রেলিয়ার পার্থ থেকে আড়াই হাজার কিলোমিটার দক্ষিণপশ্চিমে তল্লাশি এলাকায় দুটি চীনা বিমান অনুসন্ধান চালায়। এ দুটি বিমানের মধ্যে একটির ক্রু’রা সর্বশেষ ভাসমান বস্তুগুলো দেখতে পান। তারা অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথিরিটি (আমসা) কে বিষয়টি অবহিত করেন।