চট্টগ্রামে মা-মেয়ে খুন : উত্ত্যক্তকারীকে সন্দেহ

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে মা-মেয়ে খুনের ঘটনায় নিহত তরুণীকে উত্ত্যক্তকারী একজনকে সন্দেহ করছে তাদের পরিবার। পুলিশ তদন্ত শুরু করলেও খুনি কারা কিংবা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে কোনো ধারণা প্রাথমিকভাবে দিতে পারেনি।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেছেন, আমাদের কাছে হত্যাকাণ্ড নিয়ে বেশ কিছু তথ্য এসেছে। আনুষঙ্গিক সব বিষয় বিবেচনায় রেখে তদন্ত করা হচ্ছে। ওই পরিবারের বড় ছেলে সাঈদ রেজা সাংবাদিকদের কাছে রায়হান নামের এক যুবককে তাকে বোনকে উত্ত্যক্তকারী হিসেবে চিহ্নিত করে তাকে সন্দেহের কথা জানান। গত সোমবার সকালে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের ১২৯ নম্বর বাড়ি ‘পদ্মা-যমুনা’য় সিঅ্যান্ডএফ এজেন্ট রেজাউল করিমের স্ত্রী রেজিয়া খাতুন (৪৯) ও তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী সাইমা আক্তারকে (১৭) কুপিয়ে হত্যা করা হয়। খবর শুনেই  নগর পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও গোয়েন্দা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ওই বাসা থেকে রক্তমাখা একটি ছোরা, জিন্সের প্যান্ট, শার্ট, একটি ব্যাগে থাকা দু বোতল পেট্রোল, সাতটি মোবাইল সিম, টেটা (মাছ শিকারের উপকরণ) ও তোয়ালে উদ্ধার করেছে পুলিশ।