চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ দ্বীপশিখা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের নীলমণিগঞ্জ দ্বীপ শিখা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দিনব্যাপি বিভিন্ন ইভেন্টের খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নীলমণিগঞ্জ বাজার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান নান্নু। বিশেষ অতিথি ছিলেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহাবুবা খানম জোসনা, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ সাহাদত হোসেন, মুস্তাফিজুর রহমান নিপুল মেম্বার, ডা. আব্দুর রশিদ প্রমুখ। শিক্ষক আব্দুল খালেকের উপস্থাপনায় অনুষ্ঠানে ৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

 

 

Leave a comment