সড়কে চলতেও এবার টোল দিতে হবে

 

স্টাফ রিপোর্টার: সেতু ও ফ্লাইওভারের পাশাপাশি সড়ক পথ ব্যবহারের জন্যও টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য টোল নীতিমালা ২০১৪’র খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় জাতীয়, আঞ্চলিক ও জেলার সড়ক ব্যবহারের জন্য ১৩ ক্যাটাগরির যানবাহনের জন্য টোল দিতে হবে। সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা টোল নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশে শুধু কিছু সেতু ও দুটি মহাসড়ক ব্যবহারের জন্য টোল নেয়া হলেও সরকারের এ সিদ্ধান্তের ফলে জাতীয়, আঞ্চলিক ও জেলার মহাসড়কে চলাচলের ক্ষেত্রে যানবাহন অনুযায়ী টোল দিতে হবে।

সংশ্লিষ্টসূত্র জানিয়েছে, ঢাকার বাইরে মুন্সীগঞ্জের গজারিয়ায় গার্মেন্ট শিল্প মালিকদের প্লট বরাদ্দের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, দেশের বিভিন্ন নদী ও সমুদ্র এলাকার খাস জমিতে ড্রেজিঙের মাটি ফেলে মাটি ভরাট করে গার্মেন্ট বা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের জন্য প্লট বরাদ্দ দেয়া যায় কি-না সে বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে।