গাংনীর জোড়পুকুরিয়ায় দু পক্ষের সংঘর্ষে আহত ৮

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু পক্ষের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা জানিয়েছেন, জোড়পুকুরিয়া গ্রামের পূর্বপাড়ায় মিজানুরর রহমান ও ইয়ারুল ইসলামের মধ্যে বাড়ির জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিরোধপূর্ণ ওই জায়গায় মিজানুর বাড়ি তৈরি করতে গেলে গতকাল ইয়ারুল পক্ষ বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হন মিজান ও তার পক্ষের আনিছুর (৩৫), আলাল (৩২), শরিফা (৩৫), টাবলুশ (৩৬) ও ইয়ারুল ইসলাম (৩২) ও তার পক্ষের জিয়ারুল ইসলাম (৩৬), শাহারুল (২৮)। গাংনী থানার এসআই মাজেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মিজানুর এ বিষয়ে কিছুদিন আগে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।