আলমডাঙ্গা জাসদের সমাবেশ ও পতাকা মিছিল

 

আলমডাঙ্গা ব্যরো: স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম আনুষ্ঠানিক উত্তোলনের ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ ঘটনার স্বরণে রোববার বিকেলে আলমডাঙ্গায় জাতীয় সমাজতান্ত্রিকদল জাসদের পক্ষ থেকে সমাবেশ ও পতাকা মিছিল করেন। ২৩ মার্চ ছিলো পাকিস্তান দিবস বা লাহোর প্রস্তাব দিবস। সম্ভবত মার্চ মাসের ১৮-১৯ তারিখ (১৯৭১) আবদুর রাজ্জাকের উপস্থিতিতে পাকিস্তান দিবসের পরিবর্তে ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পতাকা নির্দেশ দিয়েছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিটি যানবাহনে, ভবনে, সব কার্যালয়ে, উচ্চ আদালতে ওই পতাকা উত্তোলিত হবে।

সমাবেশ ও পতাকা মিছিল উপলক্ষে বিকেল ৫টায় জেলা জাসদের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা মঞ্চ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা মঞ্চ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এম সবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুজ্জামান জম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা ওমর ফারুক, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা রেজাউল মোস্তফা মনি, মুক্তিযোদ্ধা মুন্সি ইসমাঈল হোসেন, মুক্তিযোদ্ধা নবাব আলী। জেলা যুবজোটের আহ্বায়ক মিরাজুলের উপস্থাপনা উপস্থিত ছিলেন যুবজোটের নেতা ডালিম হোসেন, মানুয়ার, ছাত্রলীগ নেতা সৈকত, মাসুদ, হারুন-অর-রশিদ, সোহাগ, শান্ত, শাহিন প্রমুখ।